ঢাকা, মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

পিয়াসাকে দিয়ে মুনিয়াকে তুলে নিয়েছিলেন আনভীরের মা

রাজধানীর গুলশানে রহস্যজনক মৃত্যুর শিকার কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে (২১) তার প্রেমিক বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের মায়ের কাছে তুলে দিয়েছিলেন কথিত মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা। বনানীর আলোচিত রেইনট্রি হোটেলে ধর্ষণকাণ্ডসহ নানা কারণে বিতর্কিত ও সমালোচিত এই নারীকে ব্যবহার করেছিলেন আনভীরের মা।


তখন নানা হুমকি-ধমকি দিয়ে ওই কলেজছাত্রীকে ঢাকা ছেড়ে কুমিল্লা যেতে বাধ্য করা হয়। পরবর্তীতে মুনিয়ার মৃত্যুর তিনদিন আগে ইফতার করার ছবি ফেসবুকে শেয়ার করা নিয়ে আনভীরের সঙ্গে মনোমালিন্যের নেপথ্যেও ছিলেন পিয়াসা। রহস্যময় এই নারী বাড়িওয়ালি শারমিনের কাছ থেকে নতুন বাসার তথ্য জেনে তা জানিয়ে দেন আনভীরের পরিবারকে। ফলে ঘটে মুনিয়ার আত্মহত্যা-হত্যার চাঞ্চল্যকর ঘটনা।মামলার এজাহারে তার নাম থাকলেও এতদিন ছিলেন ধরাছোঁয়ার বাইরে। তবে নানা অপকর্মের হোতা মডেলের নাম ভাঙিয়ে চলা সেই ফারিয়া মাহবুব পিয়াসার শেষ রক্ষা হয়নি। গত রবিবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েন তিনি। মদ-ইয়াবা ও সীসাসহ বারিধারার বাসা থেকে পিয়াসাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই রাতে মোহাম্মদপুরের বাসা থেকে তার সহযোগী আরেক মডেল মরিয়ম আক্তার মৌকেও মদ ও বিভিন্ন প্রকার মাদকসহ গ্রেফতার করা হয়।ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি, উত্তর) মো. হারুন-অর-রশীদ জানিয়েছেন, পিয়াসা ও মৌ একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। ওরা রাতের রানী বলেই সুপরিচিত। সারাদিন ঘুমিয়ে কাটাতেন। রাতে বিভিন্ন পার্টিতে গিয়ে উচ্চবিত্ত পরিবারের সন্তানদের টার্গেট করে বাসায় ডেকে আনতেন। এরপর গোপনে তাদের আপত্তিকর ছবি তুলতেন। সেই ছবি বাবা-মা বা পরিবারের সদস্যদের দেখানোর ভয় দেখিয়ে বø্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন কথিত এই দুই নারী মডেল। সোমবার পিয়াসা ও মৌকে তিন দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে তাদের নামে গুলশান থানায় ও মোহাম্মদপুর থানায় মাদক আইনে পৃথক মামলা করে ডিবি।


দেশজুড়ে আলোচিত মুনিয়া ‘আত্মহত্যা’ প্ররোচনা মামলার এজাহার সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা কন্যা শফিকুর রহমানের এইচএসসি পড়ুয়া কন্যা মোসারাত জাহান মুনিয়ার সঙ্গে ২০১৯ সালে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের প্রেমের সম্পর্ক হয়। মুনিয়াকে স্ত্রী পরিচয় দিয়ে বনানীর ‘ই’ ব্লকের ১৩ নম্বর সড়কের ৪৯ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নেন আনভীর। সেখানে যাতায়াত করতেন বসুন্ধরা এমডি। গত বছরের ফেব্রুয়ারি মাসে আনভীরের পরকীয়া কাহিনী জেনে যায় তার পরিবার।ওই মামলার এজাহার বলছে, এরপর কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার মাধ্যমে ২০২০ সালের ফেব্রুয়ারির শেষের দিকে মুনিয়াকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় ডেকে নেন আনভীরের মা। ওই কলেজছাত্রীকে এক প্রকার তুলে নেয়া হয়। ওই বাসায় নেয়ার পর মুনিয়াকে হুমকি-ধমকি দিয়ে ভয়ভীতি দেখান আনভীরের মা, স্ত্রী ও পিয়াসা। ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি কুমিল্লায় দ্রুত চলে যেতে নির্দেশ দেয়া হয়। আতঙ্কিত হয়ে ও আনভীরের কাছ থেকে পরবর্তীতে বিয়ে করার আশ্বাস পেয়ে গত বছরের এপ্রিল মাসে বাড়িতে চলে যান মিরপুরের একটি কলেজের ছাত্রী এই মুনিয়া।


মামলার এজাহারে বড় বোন নুসরাত উল্লেখ করেছেন, এরপর বিয়ে করার আশ্বাস দিয়ে চলতি বছরের মার্চ মাসে মুনিয়াকে ফের ঢাকায় আনেন বসুন্ধরা এমডি আনভীর। তিনি তার প্রেমিকাকে লাখ টাকা ভাড়া দিয়ে গুলশানের একটি ফ্ল্যাটে ওঠান। ওই বাসায় প্রায়ই যাতায়াত করতেন আনভীর। বসবাস করতেন স্বামী-স্ত্রীর মতো।


গত ২৩ এপ্রিল সায়েম সোবহান আনভীর মুনিয়াকে হঠাৎ বকাঝকা করেন। মুনিয়া কেন ফ্ল্যাট মালিকের বাসায় গিয়ে ইফতার করেছে এবং ছবি তুলেছে। ফ্ল্যাট মালিকের স্ত্রী সেই ছবি ফেসবুকে পোস্ট করেছে। এটা আবার পিয়াসা দেখেছে। পিয়াসা মালিকের স্ত্রীর ফেসবুক ফ্রেন্ড ও পরিচিত। মডেল পিয়াসা আনভীরের মাকে সব বলে দিবে। আর আনভীরের মা বিষয়টি জানতে পারলে মুনিয়াকে মেরে ফেলবে।আনভীর মুনিয়াকে বলেন, ‘তুমি দ্রুত বাড়ি চলে যাও। আমি ২৭ তারিখ দুবাই চলে যাব।’ এর পরই বসুন্ধরা গ্রুপের পরিবারের সদস্যদের বিষয়টি জানান পিয়াসা। এর মাত্র তিন দিন পর ২৬ এপ্রিল সন্ধ্যায় গুলশানের বাসা থেকে মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।


আনভীর-মুনিয়ার সম্পর্কের বাধা হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে গত মে মাসে পিয়াসা গণমাধ্যমের কাছে স্বীকার করে বলেন, ‘আমার সঙ্গে আনভীর ভাইদের পরিবারের সুসম্পর্ক রয়েছে। আমিই বিষয়টি আনভীর ভাইয়ের মাকে বলেছি। আনভীর ভাইয়ের আগের সংসার রয়েছে। সেটি বাঁচানোর জন্য আমি উদ্যোগ নিয়েছিলাম। এতে কি আমার অপরাধ হয়েছে?’


নানা কাণ্ডে সমালোচিত ও বিতর্কিত এই নারী আরো দাবি করেন, ‘এই ঘটনার নেপথ্যে আরো অনেক কাহিনী আছে। এই মেয়ে (মুনিয়া) তো একটা সাইকো ছিল। আনভীর ভাই বিবাহিত জানা সত্ত্বেও কেন তার দেয়া ফ্ল্যাটে থাকা শুরু করেছিল? তাকে তো আগে আমরা কুমিল্লায় পাঠিয়ে দিয়েছিলাম। সে লোভী।’


রিমান্ডে কথিত মডেল পিয়াসা ও মৌ: বনানী রেইনট্রি হোটেলে ধর্ষণকাণ্ড ও মুনিয়া মৃত্যুর মামলায় আলোচিত-সমালোচিত কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলামের আদালত পিয়াসার তিন দিন ও ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালত মৌয়ের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।


এদিন গুলশান থানায় মাদক মামলায় পিয়াসাকে দশ দিন ও মোহাম্মদপুর থানায় মাদক আইনের করা মামলায় মৌকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।


এর আগে রবিবার রাত সাড়ে ১০টার দিকে প্রথমে রাজধানীর বারিধারায় পিয়াসার বাসায় অভিযান শুরু করে গোয়েন্দা পুলিশ। পরে রাত ১২টার দিকে মদ ও ইয়াবাসহ তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়। পরে পিয়াসার দেয়া তথ্যে আরেক মডেল মরিয়ম আক্তার মৌয়ের মোহাম্মদপুরের বাবর রোডে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। তার বাসা থেকেও বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়। পরে রাত ১টার দিকে মৌকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকেও ডিবি কার্যালয়ে নেয়া হয়।


কথিত ওই দুই মডেলকে আটকের পর রাতেই মোহাম্মদপুরের বাবর রোডে মডেল মৌয়ের বাসার নিচে সাংবাদিকদের ব্রিফ করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (উত্তর) শাখার যুগ্ম-কমিশনার হারুন-অর-রশীদ। তিনি বলেন, তারা দুজন একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে আমরা অনেক ব্যাকমেইলের অভিযোগ পেয়েছি। সেসব ঘটনা তদন্ত করতে গিয়ে তাদের বাসায় অভিযান চালানো হয়।


দুজনের বাসায় বিদেশি মদ, ইয়াবা, সীসা পাওয়া যায়। মৌয়ের বাড়িতে মদের বারও ছিল। পুলিশ কর্মকর্তা হারুন বলেন, আটক দুই মডেল হচ্ছেন রাতের রানী। তারা দিনের বেলায় ঘুমাতেন এবং রাতে এসব কর্মকাণ্ড করতেন। উচ্চবিত্ত পরিবারের সন্তানদের পার্টির নামে বাসায় ডেকে আনতেন তারা। বাসায় আসলে তারা তাদের সঙ্গে আপত্তিকর ছবি তুলতেন এবং ভিডিও করে রাখতেন। পরবর্তীতে সেসব ভিডিও এবং ছবি ভিকটিমদের পরিবারকে পাঠানোর হুমকি দিয়ে ব্যাকমেইল করতেন এবং মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন।


২০১৭ সালের মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের শিকার হয়েছিলেন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারে নাম ছিল ফারিয়া মাহাবুব পিয়াসার। প্রথমে মামলা করতে ভুক্তভোগীদের সহযোগিতা করেছিলেন পিয়াসা। কিন্তু সেই পিয়াসার বিরুদ্ধেই আবার মামলা তুলে নেয়ার হুমকির অভিযোগে জিডি করেছিলেন ভুক্তভোগী। চার বছর পর আবারো আলোচনায় সেই রহস্যময়ী পিয়াসা। রেইনট্রি হোটেলে ধর্ষণের ওই ঘটনার কিছু দিন আগেই আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাতের সঙ্গে ডিভোর্স হয়েছিল।


জানা গেছে, এনটিভির সুপার হিরো, সুপার হিরোইন অনুষ্ঠানের মাধ্যমে শোবিজ জগতে আসে ফারিয়া মাহাবুব পিয়াসা। পরবর্তীতে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এই উচ্ছশৃঙ্খল নারী। চলেন বিলাসবহুল গাড়িতে। তার আয়ের উৎস নিয়েও বিভিন্ন সময়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। 
































































































































































সুত্রঃ মানবকন্ঠ

ads

Our Facebook Page